ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, আশুগঞ্জ ও সরাইল এই তিনটি উপজেলাকে শতভাগ বিদুতায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসকের কার্য্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাবৃন্দ।
পরে নবীনগর উপজেলা পরিষদের প্রবেশ দ্বার সম্মুখে নির্মিত নবীনগর উপজেলা শতভাগ বিদ্যুতায়িত মোড়কটি উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত সমিতি নবীনগর জোনাল অফিসের ডিজিএম নীল মাধব বণিক, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, প্রধান শিক্ষক কাউসার বেগমসহ আরো অনেকে।
উল্লেখ্য আজ সারাদেশের ১৮টি জেলার ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…