ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজিরকান্দি গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে হামলা চালিয়ে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার নবীনগর থানায় অভিযোগ করেছেন হামলার শিকার জাহাঙ্গীর আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজিরকান্দি গ্রামের আঃ মালেক মিয়ার ছেলে মো জাহাঙ্গীর আলম গত বুধবার রাতে তার কর্মস্থল ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসার পথে একই গ্রামের মৃত আতশ আলীর ছেলে জামাল মিয়া, হারুন মিয়া ও মলাই মিয়ার ছেলে হাবিব মিয়া, প্রকাশ্যে পথরোধ করে মারধর করে তার নিকট থাকা ৭৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তার আত্মচিৎকারে আশের পাশের লোকজন ছুটে আসলে হামলাকারিরা এ ঘটনায় আইনী ব্যবস্থা নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় হামলার শিকার জাহাঙ্গীর আজ বৃহস্পতিবার নবীনগর থানায় তিনজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নবীনগর থানার পুলিশ পরিদর্শক রুহুল আমীন বলেন, অভিযোগটির বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…