আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ময়নাল হক ভূইয়া মইনুল;
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউএনও, এসিল্যান্ড, উপজেলা চেয়ারম্যান ও মেয়রকে শুভেচ্ছা স্মারক প্রদান করল আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এ উপলে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে সম্প্রতি যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমির সংঙ্গে পরিচিতিমূলক এক আলোচনা সভা ও শুভেচ্ছা স্মারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি শাখাওয়াত হোসেন খাঁন স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম। সংগঠনের সাবেক সভাপতি দ্বীপংকর ঘোষ নয়নের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ মেজবাউল আলম ভূইয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্, এবং সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদার সহ আরো অনেকে।
বক্তরা বলেন, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার সন্তানরা যেন মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যায়। এ সময় ইউএনও এবং এসিল্যান্ডকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের সদস্যরা।
পরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপস্থিত সদস্যরা উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের কার্যালয়ে গিয়ে নিজেরা পরিচিত হন এবং উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সংগঠনের উপস্থিত সদস্যরা।
এসময় উপজেলা চেয়ারম্যান ও মেয়র এই সংগঠনের যে কোন ভাল কাজে তাদের সাথে থাকার অভিমত ব্যাক্ত করেন।
বিস্তারিত দেখুন নিচেরে ভিডিওতে..