বাংলাদেশ স্থানীয় সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর যৌথ অর্থায়নে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন-ইপসা’র বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীনগর পূর্ব পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন।
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন-ইপসা, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ওবাইদুল হক সৌরভের সঞ্চালনায় এসময় অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাজমুল হক, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাফায়াত হোসেন সহ অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত সভার সার্বিক তদারকি করেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী।
উপস্থিত বক্তারা বলেন, গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের আওতায় যে আদালত গঠিত হয় সে আদালত হলো গ্রাম আদালত। গ্রাম আদালত গ্রামাঞ্চলের সুবিধা বঞ্চিত অনগ্রসর জনগোষ্ঠীর সুবিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য বিচারকের উপস্থিতিতে এই আদালত বসে। এই আদালতের বিচারক সংখ্যা হল ৫ জন। স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতেই এই বিচার অনুষ্ঠিত হয় বলে এখানে মিথ্যা সাী দেওয়ার কোন সুযোগ থাকে না।
পরে গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শনী প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সবার মাঝে প্রদর্শন করা হয়।
গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের বাস্তবায়নে মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী সহায়তা করায় আয়োজককারীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।নবীনগরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত ***