সৌদী আরব রিয়াদ থেকে আল-আমীন বিন নান্নু মিয়া;
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতের সঙ্গে রিয়াদে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা দূতাবাসের সভা কে অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরবের আইন মেনে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সুখ দুঃখ, দূতাবাসের বিভিন্ন ধরনের সমস্যা ও সম্ভাবনা গুলো বস্তুনিষ্ঠভাবে স্বচ্ছতার ভিত্তিতে তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেন।
মতি বিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অফ মিশন এস এম নাজমুল হক, মিনিস্টার ও কাউন্সিলর ব্যারিস্টার মোশারফ হোসেন, প্রেস উইং এর সচিব মোঃ আসাদুজ্জামান খান।
গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান মোঃ ফারুক আহমেদ চান, আর টিভি রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, মোহনা টিভি সৌদি আরব প্রতিনিধি নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, নবযুগ সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, বর্ণ টিভি পরিচালক ফকির আল-আমিন, নবীনগর তিতাস টিভির রিয়াদ প্রতিনিধি, আইওয়ান টিভির তানিয়া আহমেদ, যুববার্তার আসমাউল হোসাইন, সাংবাদিক ইমন আলী সহ ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সৌদী আরব রিয়াদ থেকে আল-আমীন বিন নান্নু মিয়া, নবীনগর তিতাস টিভি।