মো. আনোয়ার হোসেন, ডেস্ক নিউজ;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন দুলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। তিনি আরো বলেন, এবারের এস.এস.সি পরীক্ষায় যারা যারা এ প্লাস পাবে সকলকেই আমার পক্ষ থেকে বৃত্তি হিসেবে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ হোসেন রাজু।
কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আর মজিব, বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধন মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব প্রসাদ চক্রবর্তী, বিটিভি’র ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, সাবেক সদস্য মুরশিদ মেম্বার, সাবেক ছাত্রনেতা সারোয়ার উদ্দীন চৌধুরী, সিনিয়র শিক্ষক জাহিরুল ইসলাম ও সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম।
অফিস সহকারি আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, জেরিন আক্তার, আমেনা আক্তার ও কাজী তাসনিয়া আক্তার।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কনিকাড়া জুর হাটি জামে মসজিদের খতিব আশরাফ উদ্দিন খাদেমের পরিচালনায় দোয়া শেষে উপস্থিত সকলের তবারক বিতরণ করা হয়।
পরে আমন্ত্রিত সকল অতিথিদের নিয়ে বিদায়ী শিক্ষার্থীরা ফটোসেসন শেষে কেক কাটেন।
মো. আনোয়ার হোসেন, নবীনগর তিতাস টিভি।