ডেস্ক নিউজ;
আপনারা আমাদের খুঁজতে হবেনা, আমরাই আপনাদের খুঁজে বের করবো এই শ্লোগানকে সামনে রেখে বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেড় শতাদিক হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঙ্গরা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়।
প্রতিটি পরিবারের জন্য ইফতার সামগ্রীর মধ্যে ছিলো খেজুর, ছোলা বুট, সয়াবিন তেল, আলু, পেয়াজ ও মুড়ি।
ফাউন্ডেশনের সিনেট ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব ফোরকানুল ইসলাম।
ইফতার সামগ্রী বিতরণের সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রফেসর মোঃ ইউনুছ মোল্লা, জিনদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকার, বাঙ্গরা বাজার কমিটির সভাপতি হাজী মোঃ শামীম মিয়া, সহ সভাপতি ডাঃ আবুল খায়ের, সাধারন সম্পাদক আতিক সরকার, সাবেক ইউপি সদস্য সোলেমান মিয়া, সমাজ সেবক শামসু মিয়া, একে এম জাহাঙ্গীর ও আবুল খায়ের। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ বায়েজিদ, সিনেট কো-চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন সরকার, একাউন্ট হোল্ডার ডাঃ মোঃ ইউনুছ মিয়া, ডাঃ আবু বক্কর ছিদ্দিক মাসুদ, মোঃ উজ্বল মিয়া ও মোঃ বিল্লাল হোসেন সহ আরো অনেকে।
এসময় উপস্থিত সকলে বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশের সকল সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন ইতিমধ্যে নানামূখী কর্মকান্ডের মাধ্যমে সংগঠনটি এলাকার অসহায়, হতদরিদ্র পরিবারের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন তা সত্যিই এক বিরল দৃষ্টান্ত। ভবিষ্যতেও সংগঠনটির এমন সকল কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি গ্রামের দরিদ্র যুবকদের প্রবাসে পাঠানোর ব্যাপারে সার্বিক সহযোগীতা করার আহবান জানান তারা।
এসময় সংগঠনের পক্ষ থেকে প্রবাস থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের সিনেট চেয়ারম্যান আমীর হোসাইন খাঁন।
ইফতার সামগ্রী বিতরনে সার্বিক সহযোগীতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মনির ইসলাম, প্রধান উপদেষ্টা মোঃ লিটন মিয়া, উপদেষ্টা মোঃ ফারুক আহমেদ, মোঃ কামরুল হাসান খোকন, মোবারক হোসেন সুমন ও মোঃ আলমগীর হোসাইন, সিনেট চেয়ারম্যান আমীর হোসাইন খাঁন, সিনেটর মোঃ ইকবাল হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ আল আমিন, মোঃ রুবেল রানা, সংগঠনের সভাপতি মোঃ শরীফ খাঁন, সিনিয়র সহ সভাপতি মোঃ আবু নাছির, সাধারন সম্পাদক হাজী মোঃ সায়েম সরকার, সিঙ্গাপুর প্রবাসী মোঃ মহিউদ্দিন, সহ শিক্ষা সম্পাদক মোঃ সুমন সরকার, প্রচার সম্পাদক মোঃ রাকিব খাঁন, সহ প্রচার সম্পাদক মোঃ সোহাগ মুন্সী ও মোঃ আজিজুল হাকিম, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাওন সরকার, নবাগত সদস্য মোঃ বিল্লাল হোসেন ও মোঃ কাউছার সরকার।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মুখ গুলি তাকিয়ে আছে আপনার, আমার দিকে। আমরা সবাই একটু সহানুভূতি নিয়ে যার যার অবস্থান থেকে এই সকল মানুষের পাশে দাঁড়ালে তাদের মুখে এনে দিতে পারি প্রাণবন্ত হাসি। এরই পেেিত পবিত্র মাহে রমজানে যাতে এলাকার সকল হতদরিদ্র, অসহায় পরিবারগুলো ইফতার করতে পারে, এজন্যই আমাদের সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরনের আয়োজন করেছি। ভবিষ্যতেও তাদের সংগঠনের সকল সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকান্ডগুলো অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ জাতি ও বাঙ্গরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনসহ সকল প্রবাসীদের সমৃদ্ধি কামনায় মিলাদ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি শাহাদাত হোসেন।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।