মো. আনোয়ার হোসেন, ডেস্ক নিউজ;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবীনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু। মঙ্গলবার সকালে অত্র বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনাড়ম্বর আয়োজনে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে নিজের উপর অর্পিত দায়িত্বকভার গ্রহণ করেন, নব নির্বাচিত সভাপতি আশরাফ হোসেন রাজু।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদুল হকের পরিচালনায় পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব সংকর চক্রবর্তী।
এরশাদুল হক এরশাদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম শাহন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, বীরমুক্তিযোদ্ধা নান্নু মিয়া সরদার, সাবেক ছাত্রনেতা সারোয়ার উদ্দীন চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ডাঃ জামাল, হান্নান মিয়া সরদার সহ অন্যান্যরা। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ নব নির্বাচিত সভাপতিকে উদ্দেশ্য করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
নতুন এই দায়িত্বভার গ্রহণের প্রাক্কলে সভাপতি আশরাফ হোসেন রাজু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানের মসজিদ সংলগ্ন মাঠে উপস্থিত হয়ে কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।
মো. আনোয়ার হোসেন, নবীনগর তিতাস টিভি।