ডেস্ক নিউজ;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অত্র কলেজ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের অধ্য মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান।
প্রভাষক আব্দুল মান্নানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শাহ জাহান কবির, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোখলেছুর রহমান, লাউর ফতেহপুর আর এন.টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মতিউর রহমান ও জাকির হোসেন, ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন ও মোঃ আলাউদ্দিন। এছাড়াও স্থানীয় আরো বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিার্থীদের অংশগ্রহণে গান, দৌড় লাফ, দৌড় প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, বালিশ খেলাসহ বেশ কয়েকটি ইভেন্ট উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ইভেন্ট শেষে অত্র কলেজ থেকে ২০২৪ সালের এইচ এস সি পরিায় গোল্ডেন এ প্লাস পাওয়া মেধাবী শিার্থী আইমুল হাসান শান্ত মুগদা মেডিকেল কলেজে চান্স পাওয়ায় কলেজ পরিবারের প থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।