কৃষ্ণনগর (নবীনগর) থেকে শাহেদ আহমেদ সৌরভ;
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে নির্মিত স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশপ্রেম, ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, সংস্কৃতি দর্শন জনসাধারনের মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ফলকটি পরির্দশনে আসলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
সোমবার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ওই ফলকটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, নবীনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি ইকবাল হাসান, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের সভাপতি হাজী আক্তার হোসেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফেরদাউসুর রহমান।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালের শুরুর দিকে তৎকালীন ব্রাহ্মবাড়িয়া মহকুমার নবীনগর থানার কৃষ্ণনগর হাই স্কুলের দ্বারোদঘাটন করার লক্ষ্যে এম এ রফিকুল হোসেনের নেতৃত্বে একটি সভার আয়োজন করেন। ওই সময় বিখ্যাত গায়ক আব্বাস উদ্দিন আহম্মদ, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন আহম্মদ গান গাইবেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনীর ১১০ ও ১১১ প্রষ্ঠায় যা উল্লেখ আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আগমনকে কেন্দ্র করেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ নির্মাণ করা হয়েছে স্মৃতিফলকটি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, বঙ্গবন্ধু কোন দলের নয় ও কোন ব্যক্তির নয় সবার জন্য বঙ্গবন্ধু …
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন বঙ্গবন্ধুর স্মৃতিফলকটি দেখার দায়িত্ব এলাকাবাসীর সবার..
এই সময় আরো উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি সামস-আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ রাশেদ, সাধারণ সম্পাদক কাজী মলাই মিয়া, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া সরকার, সহ-সভাপতি মুসলেম উদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নিয়াজ মুহাম্মদ কাজল, ফ্রান্স প্রবাসী মিজানুর রহমান, বীরগাঁও ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বড়াইল ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান খান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক এম,এ আলকাছ আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের জন্য আসবাবপত্র বাবদ এক লাখ টাকার দেওয়ার ঘোষণা দেন।
শ্রীঘ্রই এই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হবে এমন দাবি এলাকাবাসী ও শিক্ষকগণের।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…