23.1 C
New York
Saturday, November 2, 2024
spot_img

আখাউড়ায় আউশ ধান আবাদে রেকর্ড, ভাল ফলন হওয়ায় এই ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকের ***

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ময়নাল হক ভূইয়া মইনুল;

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো ধানের ভালো দাম ও সরকারের প থেকে সার ও বীজ সুবিধা পাওয়ার কারণে এবার অনেক কৃষকই আউশ ধান চাষের দিকে ঝুঁকছেন।

আউশ ধান আবাদে উৎপাদন খরচ খুবই কম, পানি ও সেচ দেয়ার দরকার হয় না, আর সেই সাথে কীটনাশক ও স্যার প্রয়োগ করতে হয় সীমিত। উপজেলার দণি ইউনিয়নের হীরাপুর, আব্দুল্লাপুর ও নুরপুর বøকের দ্বিজয়পুর, সাতপারা, লামারবাড়ী, বড়কুড়িপাইকা, হীরাপুর আর মনিয়ন্দ ইউনিয়নের বড়লৌহঘর ও ধর্মনগর বøকের বড়লৌহঘর, শোনলৌহঘর, গোয়াল গাঙ্গাইল, কর্মমঠসহ আরো বেশকয়েকটি গ্রামে চলতি মৌসুমে আউস ধানের আবাদ করা হয়েছে। এবার বোরো ধানের ভালো দাম পেয়ে আউশ ধান উৎপাদনের উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে গেছে এখানকার কৃষকদের। ধানের দাম এভাবে থাকলে আগামী বছর আরও বেশি করে আউশধান চাষ করবেন বলে জানান কৃষকরা….

গত কয়েক বছর ধরে আখাউড়ার কৃষকরা ব্রি-৪৮, ব্রি-৪৩, বি আর-২৬ জাতের আউশ ধান চাষ করে আসছেন, কৃষকরা যাতে করে ভালো ফলন ঘরে তুলে পারে সে ল্েয সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে বলেও জানান ইউনিয়নের বিভিন্ন বøকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তারা…..

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহানা বেগম বলেন..

বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন