ডেস্ক নিউজ;
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর টু রাধিকা সড়কে প্রতিনিয়ত ঘটে চলছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার শিকার হয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষ করে সিএনজি ও মোটরসাইকেল চালকদের অসচেতনতা আর দ্রæত গতিতে যানবাহন চালানোর জন্যই প্রতিনিয়ত এই ধরণের দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। ১৪ ফেব্রæয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নবীনগর টু রাধিকা সড়কের একাধিক স্থানে গিয়ে নিজ উদ্যোগে সিএনজি ও মোটরসাইকেল চালকগণকে সচেতনতার পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানান ‘সড়ক বন্ধু’ খ্যাত আনোয়ার হোসেন। একজন আনোয়ারের মতো যদি আরো আনোয়ার এভাবে এগিয়ে আসেন তাহলে এই সড়কের দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করেন, ‘সড়ক বন্ধু’ আনোয়ার।