ডেস্ক নিউজ;
কুমিল্লার মুরাদনগরে বলিঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বলিঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ গোলাম হাক্কানী।
বহু শিা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিানুরাগী, সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার অনুষ্ঠানের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ সফিউল আলম তালুকদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার কিন্ডার গার্টেনের প্রধান শিক তাহমিনা বেগম, বলিঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক মোঃ আলমগীর হোসেন, সমাজ সেবক আব্দুল ওয়াদুদ সরকার, সাবেক ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান ও রফিকুল ইসলাম, আতাউর রহমান মেম্বার, সমাজ সেবক কবির আহমদ, গোলাম কিবরিয়া, খোকন আহমেদ, ফজলুল রহমান বাবুল, আবু নাসের দুলাল, সফিকুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও স্থানীয় আরো বহুগন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তাগণ অত্র বিদ্যালয়ের শিার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সহ যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করে তারা উপস্থিত শিার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং তাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে শিার্থীদের অংশগ্রহণে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো সহ বেশ কয়েকটি ইভেন্ট উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ইভেন্ট শেষে মেধাবী শিার্থীসহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের ২য় পর্বে ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিল্পীরা তাদের সুর, ছন্দ ও নৃত্যের মোর্ছনায় উপস্থিত শিার্থীসহ দর্শকশ্রোতাদের মাতিয়ে রাখেন।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।