ডেস্ক নিউজ;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের কার্যকরী কমিটি ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩০জন ভোটারের ভোট প্রদানের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া নির্বাচনে সভাপতি পদে নিকটতম প্রতিদ্ব›িদ্ব সাবেক সভাপতি জালাল উদ্দিন মনিরকে ছয় ভোটের ব্যবধানে মোহাম্মদ হোসেন শান্তি বিজয়ী হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে মো. দেলোয়ার হোসেনকে ১২ ভোটের ব্যবধানে মোস্তাক আহমেদ উজ্জ্বল বিজয়ী হয়েছেন।
নবীনগর প্রেসকাবের কার্যকরী পরিষদের নতুন কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি জ. ই. বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সেলিম রেজা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এ রুবেল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম বাদল এবং কার্যকরী সদস্য হিসেবে বর্তমান সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক কান্তি কুমার ভট্টাচার্য ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন যথাক্রমে কাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল।
নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাকসহ নবীনগরের একাধিক কাবের সাংবাদিকবৃন্দ।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।