5.9 C
New York
Wednesday, March 26, 2025
spot_img

নবীনগরে তিতু শাহ ও এনায়েত শাহের বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত ***

ডেস্ক নিউজ;

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লহরী হযরত দয়াল বাবা তিতু শাহ ও এনায়েত শাহের ১৬০তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত নানা আনুষ্ঠানিকতায় উৎসবমুখর পরিবেশে তিনদিন ব্যাপী ওরশের এবারের আয়োজন সম্পন্ন হয়।

মাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান স্বপনের সভাপতিত্বে সমাপনী রজনীতে বাউল জলসায় প্রধান অতিথি ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মো. মাইনুদ্দিন মাঈনু।

মো. সুমন আহমেদ মাষ্টারের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহম্মদ পঙ্গু ও জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনির হোসেন, অত্র মাজার কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম, ইউপি সদস্য মো. আবু ছাদেক, মো. ইসহাক মমিন ও মামুন মিয়া, বাংলা টিভির রাশিয়া প্রতিনিধি সাংবাদিক মো. আবু মুছা, মো. শফিকুল ইসলাম, মো. দুলাল, মো. রিপন সরকার, মো. কামাল হোসেন, মো. কাওছার, মো. ইব্রাহিম মিয়া, গোলাম সামদানি, মো. নাছির উদ্দীন, আমজাদ হোসেন, কামরুল ইসলাম, মো. বশির উদ্দিন, মো. হাসান, আল হেলাল বাবু, ইসমাইল হোসেন সাজ্জাদ, মো. বায়জিদ। এছাড়াও মাজার কমিটির সকল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাপনী রজনীতে বাউল জলসায় গান পরিবেশন করেন বাংলাদেশের সুনামধন্য প্রখ্যাত বাউল সম্রাট কাজল দেওয়ান বনাম লতিফ সরকার। বাউল জলসায় দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। শিল্পীরা তাদের সুর, ছন্দের মুর্ছনায় উপস্থিত দর্শকশ্রোতাদের মাতিয়ে রাখেন।

নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন