ডেস্ক নিউজ;
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্দেশনা মোতাবেক আকবপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের সোহেল সামাদের বাড়ি প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সোহেল সামাদ।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ আলম সরকারের সভাপতিত্বে ও আকবপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক শরীফ খানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহমেদ অঞ্জন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূইঁয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য নাছির উদ্দিন, বিএনপি নেতা আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের সদস্য আবু বক্কর সিদ্দিক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক চঞ্চল রায়হান, আকবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ তারিফ রকি, মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন, কাতার প্রবাসী মোঃ খোরশিদ আলম, আকবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, আকবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান ভুঁইয়া সহ আরো অনেকে।
মতবিনিময় সভার সার্বিক সহযোগীতায় ছিলেন কাতার প্রবাসী ও ব্যবসায়ী মোঃ জুয়েল রানা, আক্কাছ রনি ও খাইরুল আলম সজীব।
এসময় সকল বক্তারা আগামী দিনে মুরাদনগর উপজেলা বিএনপি ও সাবেক এমপি আলহাজ্ব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের হাতকে শক্তিশালী করার ল্েয দলের দুঃসময়ে ত্যাগী, একনিষ্ট, জনপ্রিয় ব্যাক্তি দ্বারা আকবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটিগুলো গঠন করার জন্য উপস্থিত নেতৃবৃন্দের কাছে আহবান জানান।
মতবিনিময় সভা শেষে আকবপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সভাপতি পদে ৭ জন, সাধারন সম্পাদক পদে ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন নিজেদের প্রার্থীতা ঘোষণা করেন।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।