ডেস্ক নিউজ;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামাল সরকারকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নবীনগর উপজেলা ও লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসহ এলাকাবাসীর উদ্যোগে লাউর ফতেহপুর বাজারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য ইমদাদুল হক ইদনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাজুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রিমন ইসলাম।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আতিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিঙ্গাপুরের ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ কাহার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, যুবদল নেতা আজিজুল হক আশিক, লাউর ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি বায়জিদ হাসান মামুন, ঢাকা সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সদস্য আরিফুল ইসলাম সরকার, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন, লাউর ফতেহপুর ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি রহিজ উদ্দিন ও ফারুক মিয়া, ওয়ার্ড কৃষক দলের সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন, লাউর ফতেহপুর ইউনিয়ন যুবদলের সদস্য কবির হোসেনসহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় কামাল সরকারের উপর হামলার মূল হোতাসহ এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সবাইকে অতি দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাগণ।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।