ডেস্ক নিউজ;
এখন থেকে ওয়াজ মাহফিল, ওরস এবং নামযজ্ঞসহ অন্যান্য অনুষ্ঠান (প্রযোজ্য ক্ষেত্রে) আয়োজনের পূর্বে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হতে অনুমতি নিতে হবে।
শুধু তাই নয়, যেকোন প্রয়োজনে মাটি কর্তন, নিম্নভূমি ভরাট (ভূমির শ্রেণী পরিবর্তন) সংক্রান্ত অনুমতি জেলা প্রশাসকের নিকট হতে নিতে হবে। এমনটাই জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বুধবার রাতে Uno Nabinagar নামের ফেসবুক একাউন্ট থেকে এমন তথ্য প্রচার করেন তিনি।
যেখানে আরো উল্লেখ করা করা হয়, উল্লেখিত বিষয়ে অনুমতি নেয়ার জন্য উপজেলা পরিষদে আসার কোন প্রয়োজন নেই।
এছাড়াও ইউএনও রাজীব চৌধুরী, বিজ্ঞপ্তিটি বহুল প্রচারের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সকলের জ্ঞাতার্থে ইউএনও রাজীব চৌধুরীর করা পোষ্টটি নিম্নে দেয়া হলো-
নবীনগরেবাসীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি:
১) ওয়াজ মাহফিল, ওরস এবং নামযজ্ঞসহ অন্যান্য অনুষ্ঠান (প্রযোজ্য ক্ষেত্রে) আয়োজনের পূর্বে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হতে অনুমতি নিতে হবে।
২) যেকোন প্রয়োজনে মাটি কর্তন, নিম্নভূমি ভরাট (ভূমির শ্রেণী পরিবর্তন) সংক্রান্ত অনুমতি জেলা প্রশাসকের নিকট হতে নিতে হবে।
এতদসংক্রান্ত আবেদন নিয়ে উপজেলা পরিষদে না আসার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
#বিষয়টি অতীব জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সকলকে বহুল প্রচারের জন্য অনুরোধ করছি।