ডেস্ক নিউজ;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ এবং কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দশমৌজা বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে উক্ত অনুষ্ঠানে যোগ দিতে দুপুরের পর থেকেই মিছিলে মিছিলে দলীয় নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। এসময় পুরো সমাবেশ স্থলটি জনসমুদ্রে রুপ নেয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহ জাহান, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ অলিউল্লাহ।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম সামদানি হৃদয়। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে যারা আছেন তারা কোন কমিটি বাণিজ্যের মাধ্যমে নেতা হয়নি, তারা জনগণের মেন্ডেড নিয়ে নেতা হয়েছে এবং জনগণের মেন্ডেড নিয়েই কাজী নাজমুল হোসেন তাপস আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। এজন্য তারা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা শেষে অতিথিরা কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।