-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে জমকালো আয়োজনে ৫৪তম বিজয় দিবস উদযাপন ***

সৌদীআরব রিয়াদ থেকে আল-আমীন বিন নান্নু মিয়ার তথ্য চিত্রে বিস্তারিত…

সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে ৫৪ তম বিজয় উদযাপনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে এনটিভি দর্শক ফোরামের নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২৪। রিয়াদের স্থানীয় ২৮ নম্বর এক্সিটে স্থানীয় কমিউনিটি সেন্টারে মনোরম পরিবেশে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরাবরের মতোই এ আয়োজনে স্পন্সর হিসেবে এনটিভির সঙ্গে ছিল রিয়াদের বাথা সানসিসি মেডিকেল সেন্টার, রিয়াদ ফুড হাউজ, আল মদীনা ফ্যাশন হাউজ, গলফ টুলেডো রেষ্টুরেন্ট, অনলাইন পোর্টাল আলোচিতা বার্তা।

অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন দর্শক ফোরামের সভাপতি ইনভেস্টার সাকিবুল ইসলাম।

এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল মদীনা ফ্যাশন হাউজের এমডি ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন, প্রধান বক্তা ছিলেন বাথা সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ আল মামুন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনটিভি দর্শক ফোরামের নব নির্বাচিত সাধারণ সমপাদক আলী হাছান কিরন, সিনিয়র সহ:সভাপতি শেখ বাদল, যুবনেতা একেএম ফরিদ, রিয়াদ মহানগর এনটিভি দর্শক ফোরাম সভাপতি শপন হাওলাদার।

রিয়াদে এনটিভি পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত এ বিশাল আয়োজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। জাতীয় সংগীত ও বিজয়ের গান দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন দেশ বরেন্য এনটিভির জনপ্রিয় সংবাদ পাঠিকা মোহসেনা শাওন।। এতে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পী রাকা জার’র গান উপভোগ করেন প্রবাসী বিপুল সংখ্যাক দর্শক। এ ছাড়া কবিতা, গণ-সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা । শেষে ছিল নৈশ্যভোজ। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া সব শিল্পী ও স্পনসর দের এনটিভি লগুযুক্ত মগ উপহার দেওয়া হয়।

বাংলাদেশের জাতীয় পতাকা ও এনটিভি লোগোযুক্ত বাহারি সাজে সাজানো হয়েছিল মঞ্চ। অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ-বিদেশে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, গান, নাটকসহ সার্বিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন প্রবাসী বিশিষ্ট জনরা। আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান বক্তাকে বিজয় দিবস সন্মাননা দেওয়া হয় দর্শক ফোরামের প থেকে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, প্রবাসী ব্যাবসায়ী, রাজনীতিবিদ, লেখক কবি,ও সাংবাদিকরা। শত শত প্রবাসী পরিবার অংশগ্রহণ করেন বিশাল এ আয়োজনে। বাংলাদেশ প্রবাসী সাংবাদি ফোরাম (বাপ্রসাফ)ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ আনন্দ আয়োজন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন