ডেস্ক নিউজ;
ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ফতেপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিনামূল্যের এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সহযোগিতায় এবং ডাক্তার আবুল খায়ের ও রিমন ইসলামের আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্পে সকাল থেকেই স্থানীয় বিভিন্ন বয়সের নারী পুরুষ ফ্রী চিকিৎসা সেবা নিতে ভিড় করেন। গ্রামীন পর্যায়ে সম্পূর্ণ ফ্রীতে এমন উন্নত চিকিৎসা সেবা পেয়ে খুশি ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা। তারা বলেন, এই ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে নবীনগরের সাধারণ জনগণ উপকৃত হচ্ছে। তারা আরো বলেন, গ্রামের অনেক সাধারণ মানুষের সাধ্য নেই ঢাকা গিয়ে বড় বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়ার কিন্তু এই ফ্রী হেলথ ক্যাম্পের মাধ্যমে গ্রামের গরীব, অসহায় মানুষগুলো ভালো মানের চিকিৎসা সেবা পাচ্ছে। তারা ভবিষ্যতেও এরকম আরো বেশি বেশি ফ্রী হেলথ ক্যাম্পের আয়োজন করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান।
এব্যাপারে আয়োজক রিমন ইসলাম জানান, ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির আওতায় দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন বয়সী নারী পুরুষসহ শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তিনি বলেন, ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গ্রামের সাধারণ মানুষদের দৌরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। স্থানীয়দের সহযোগিতা পেলে প্রতি বছরই এই হেলথ ক্যাম্পেইনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ ব্যাপারে ফ্রি হেলথ ক্যাম্পের মূল আয়োজক ডাক্তার আবুল খায়ের জানান, শহরের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে এখানে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। নিজ গ্রামের প্রতি দায়বদ্ধতা এবং গ্রামের সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই ফ্রি হেলথ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও গ্রামবাসীর সহযোগিতা পেলে ধারাবাহিকভাবে এই ধরনের ফ্রি হেলথ ক্যাম্প আরো বড় পরিষরে আয়োজন করা হবে বলে জানান তিনি।