-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

অনাবিল ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের উদ্যোগে চিকিৎসা সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ***

নিউজ ডেস্ক;

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনাবিল ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চিকিৎসা সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারের অনাবিল ডায়াগনস্টিক সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

বাঙ্গরা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার আবুল খায়েরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা এভারকেয়ার হাসপাতালের প্রখ্যাত নিউরো সার্জন প্রফেসর কর্নেল ডাক্তার মোঃ আমিনুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে মাথা ব্যাথা, ঘাড়ঁ ব্যাথা, কোমড় ব্যাথা, মাথায় আঘাত, ব্রেইন স্টোক, ব্রেইন টিউমার, খিচুনী, নার্ভ, মেরুদন্ডের টিউমার, ডিস্ক জনিত সমস্যা এবং প্যারালাইসিস সহ নানা রোগের সমস্যা ও সমাধানের বিষয়ে উপস্থিত সবার মাঝে আলোকপাত করেন। তিনি আরো জানান, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাউচাইল গ্রামে তার জন্ম। জন্মভূমির প্রতি অনুভূতি ও নিজের এলাকার মানুষদের সেবা করার ব্রত নিয়েই তিনি প্রতি ইংরেজী মাসের প্রথম শুক্রবার সকাল ১০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাঙ্গরা অনাবিল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন বলে জানান।

অনাবিল ডায়াগনস্টিক সেন্টারের অর্থ পরিচালক আলহাজ্ব মোঃ মামুনূর রশিদ মামুনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম তৌহিদ, পরিচালক হাজী আবু কাউছার, মোঃ মনির আলম, মোঃ ফরিদ উদ্দিন ও ফখরুল হাসান সুমন, এভারকেয়ার হাসপাতালের সহকারী ম্যানেজার (বিডি) মোঃ ইসমাঈল বাবর।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডাঃ আলাউদ্দিন খন্দকার, মোঃ তোফাজ্জল হোসেন, শরিফ খান, আব্দুল কাদির, মাওলানা সগির আহমেদ, আব্দুর নূর, সোহেল মিয়া, ইমরান সরকার ইমন, আসাদুজ্জামান সোহাগ, আতিকুর রহমান সহ আরো অনেকে।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রখ্যাত নিউরো সার্জন প্রফেসর কর্নেল ডাক্তার মোঃ আমিনুল ইসলামকে অনাবিল ডায়াগনস্টিক সেন্টারের প থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন