আল-আমীন বিন নান্নুমিয়া, (সৌদী আরব) রিয়াদ;
মহান বিজয়ের মাসে আমাদের বিজয়ের দিন ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদার সাথে সকালে বাংলাদেশ দূতাবাসে ফুল দিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দিনটির সূচনা করে (বাপ্রসাফ) বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এরপর বিজয় দিবসের ধারাবাহিকতায় রাতে এক বিশাল আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
সৌদি আরব রিয়াদের হোটেল রামাদার দ্যা প্যালেস হল রুমে রিয়াদে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সবাইকে নিয়ে এই অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক শাহজাহান চঞ্চল, প্রধান অতিথি ছিলেন বাপ্রোসাফের প্রধান উপদেষ্টা সানসিটি পলিকিনিকের এমডি আব্দুল্লাহ আল মামুন, প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বাপ্রোসাফের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চাঁন এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, বর্ণ টিভি’র পরিচালক মোঃ ফকির আল-আমীন।
এসময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মাসুদরানা, মো. ভুট্টু, সাংগঠনিক সম্পাদক মোঃসাদেক, প্রচার সম্পাদক ফকির হাকীম, শাহাদাত আল-মাহাদী, ধর্মবিষয়ক সম্পাদক লোকমান এবং সান সিটি পলিকিনিক এর ডিএমডি সাখাওয়াত আরমান এবং যুগান্তর পত্রিকার ক্রাইম রিপোর্টার সাইফ আহমেদ সহ আরো অনেকে। সকলেই স্বাধীনতার বিজয়ের চেতনাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।