ডেস্ক নিউজ;
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়েরপার আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদে আওয়ামীলীগের দোসর দ্বারা পকেট কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে অত্র কলেজ প্রাঙ্গণে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ই আগস্ট পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের পর সারাদেশেই বিভিন্ন শিা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের ব্যাপক পরিবর্তন আসে। কিন্তু মুরাদনগর উপজেলার কুড়ের পার আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে আওয়ামীলীগ নেতাদের দিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে অত্র কলেজের অধ্যরে বিরুদ্ধে। এডহক কমিটিতে সাবেক সংসদ সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউসুফ আবদুল্লাহ হারুন এর ঘনিষ্ঠ সহচর জাহের মুন্সী ও নূরে আলম বাবুর নাম দিয়ে এডহক কমিটি তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য ভারপ্রাপ্ত অধ্য আব্দুর রশিদকে নির্দেশ প্রদান করেন অত্র কলেজের দাতা সদস্য ইব্রাহিম সরকার। বিষয়টি জানাজানি হলে শিার্থী ও এলাকার সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এব্যাপারে মানববন্ধনে অংশগ্রহণ করা শিার্থীরা জানান, ৫ই আগস্টের পর সারাদেশে স্বৈরাচারের পতন হলেও কুড়েরপার আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে এখনো স্বৈরাচারের দোসরা রয়ে গেছে বলে তারা অভিযোগ করেন। তারা বলেন, যে আওয়ামীলীগ আমাদের শিক্ষার্থীদেরকে হত্যা করলো, তাদের কোন লোক আমাদের প্রতিষ্ঠানের এডহক কমিটিতে চাইনা। এছাড়াও এসময় মানববন্ধনে উপস্থিত থাকা সকলে অনতিবিলম্বে এই কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি গঠন করার দাবি জানান।
এব্যাপারে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ জানান, জনাব ইব্রাহিম সরকার এডহক কমিটি তৈরি করে আমাকে কমিটি পূর্ণাঙ্গ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলেন। এই কমিটি আমি করিনি, আমি শুধু কাগজ ফরোয়ার্ড করেছি। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।
Thanks for watching