-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

ভাই ব্রাদার্স ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে বন্ধু ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ***

ডেস্ক নিউজ;

‘খেলাকে হ্যাঁ, মাদককে না’ -এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা দণি চিশতী ফুটবল ট‚র্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গরা দণি পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন মাঠে জমজমাট এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বন্ধু ফুটবল একাদশ বনাম ভাই ব্রাদার্স ফুটবল একাদশ।

বাঙ্গরা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মানিক মিয়া।

ফাইনাল খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউছার আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, বিএনপি নেতা মোঃ জামাল মিয়া ও নজরুল ইসলাম, তাতীদল নেতা মোঃ ফোরকান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিন, ও কামরুল ইসলাম।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মাদক থেকে দূরে থাকতে যুব সমাজকে বেশী বেশী খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এই ট‚র্ণামেন্টের আয়োজন করায় তারা টুর্নামেন্টের আয়োজকদের সাধুবাদ জানান।

সৌদিআরব প্রবাসী মোঃ কাজল আহমেদের সার্বিক সহযোগীতায় খেলার সার্বিক তত্তাবধায়নে ছিলেন মোঃ জুয়েল, মোঃ জাবেদ, দিপু রায়, মোঃ রাহাত ও মোঃ সাব্বির।

খেলায় ভাই ব্রাদার্স ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে বন্ধু ফুটবল একাদশ জয় লাভ করেন। ফাইনাল খেলাটিকে ঘিরে স্থানীয় ক্রিয়া প্রেমী দর্শকদের মাঝেও ছিলো বাড়তি উন্মাদনা। যার ফলে খেলা শুরু হবার সাথে সাথে মাঠের চারিপাশ দর্শকের ব্যাপক উপস্থিতি ল্য করা গেছে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ সুমন। ধারাভাষ্যকার মেহেদী হাসানের প্রাণবন্ত ধারাভাষ্যে খেলায় উপস্থিত দর্শকদের মাঝে ভিন্ন আমেজ তৈরী করে। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে পুরষ্কার তুলে দেন।

নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন