-4.6 C
New York
Thursday, January 16, 2025
spot_img

সৌদীআরবের রিয়াদে সানাম প্রোডাকশন এশিয়ান অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন ৮ বাংলাদেশী ***

আল-আমিন বিন নান্নু মিয়া (সৌদী আরব) রিয়াদ;

শুক্রবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল খাইয়াম হোটেলে সানাম প্রোডাকশন এশিয়ান অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সৌদিআরবে বসবাসরত এশিয়ান দেশগুলোর বিভিন্ন সেক্টরে অবদান রাখা ব্যক্তিদেরকে সানাম প্রোডাকশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ও পাকিস্তান এবছর এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। আয়োজকদের প থেকে কামরান মালিক বলেন, যোগ্য ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমরা খুশি, আগামীতে এশিয়া মহাদেশের সকল দেশের সৌদি আরবে কর্মরত ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী সানাম প্রোডাকশন আওয়ার্ড প্রদান করা হবে।

বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের সানাম অ্যাওয়ার্ড পেয়েছেন ৮জন বাংলাদেশী প্রবাসী। সাংবাদিকতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পেয়েছেন রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, স্বাস্থ্য সেবা েেত্র বিশেষ অবদানের জন্য সম্মান পেয়েছেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের ইংরেজি শাখার চেয়ারম্যান ডাক্তার মোঃ মহসিন, ডাক্তার মোহাম্মদ আবদুল হালিম, শিাখাতে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের বাংলা শাখার ভারপ্রাপ্ত অধ্য মোঃ হোসাইন, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও উদ্যোক্তা হিসেবে সম্মান পেয়েছেন সাইন সিটি পলিকিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন মোঃ ফারুক হোসেন, ক্রীড়া েেত্র বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন ফকির আল মামুন, এইচএসসি পরীায় জিপিএ -৫ পেয়ে ভালো ফলাফল করায় বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজের বাংলা শাখার শিার্থী তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে পাকিস্তানের শিক, শিার্থী, গণমাধ্যম কর্মী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সোশ্যাল ওয়ার্কার, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন েেত্র সানাম অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।

https://www.youtube.com/watch?v=zfB4HZlTuyU

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন