বিটঘর থেকে মো. খাইরুল এনাম;
ব্রাণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও প্রজন্মের উদ্যোগে বিটঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শুক্রবার বিকেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে শুরু হওয়া মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আমির ফয়সাল, বীর মুক্তিযোদ্ধা হাজী শহিদুল হক সানু মুন্সী, মুক্তিযোদ্ধা সন্তান হুমায়ন কবির, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান জাহাঙ্গীর আলম আজাদ, মোহাম্মদ নাছের ডিলার, বিটঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হুমায়ন কবির, বিটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এম রহমান মাহাবুব, মুক্তিযোদ্ধা সন্তান মাসুম কবির, নাজমুল ইসলাম সবুজ, রায়হানুল বাবু, এডভোকেট নূর মহিউদ্দিন, পলাশ খন্দকারসহ আরো অনেকে।
পরে হাফেজ মাওলানা মাইনউদ্দিন এর পরিচালনা মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান সাজেদুল ইসলাম উজ্জল।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে…