আল-আমিন বিন নান্নু মিয়া (সৌদীআরব) রিয়াদ;
বাংলাদেশ দূতাবাস রিয়াদের আয়োজনে এসএসসি ও এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ও-লেভেল এবং এ-লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলে মঙ্গলবার রিয়াদস্থ বাংলাদেশ দুতাবাসের মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এস এম রাকিবুল্লাহ।
দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স বলেন, ‘বিদেশের মাটিতে এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ছাত্র ছাত্রীদের এই অর্জন ভবিষ্যত আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
তিনি আরোও বলেন -আজকের এই ছাত্রছাত্রীরা পৃথিবীর যে প্রান্তেই লেখাপড়া করুক না কেন; তাদের সকলের কাছে এই নিবেদন থাকবে তারা দেশে ফিরে গিয়ে দেশ বিনির্মাণে এই অর্জিত জ্ঞান কাজে লাগাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের এসএসসি’র ৪জন এবং এইচএসসি’র ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের ও-লেভেল এবং এ-লেবেলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৮ জন শিার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সৌদীআরব রিয়াদ থেকে আল-আমিন বিন নান্নু মিয়া, নবীনগর তিতাস টিভি।