2.2 C
New York
Thursday, December 12, 2024
spot_img

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবন্তী জেমস্সহ একাধিক উদীয়মান শিল্পীর সুরের মুর্ছনার মধ্য দিয়ে রিয়াদ সিজন- ২০২৪ এ বাংলাদেশ পর্বের সমাপ্তি ***

আল-আমিন বিন নান্নু মিয়া, (সৌদিআরব) রিয়াদ;

“Global Harmony ” শ্লোগানে ministry of media আয়োজিত রিয়াদ সিজনের অন্তর্গত আল-সোয়াইদি পার্কে অনুষ্ঠিত হলো বিশ্বের নয়টি দেশের অংশ গ্রহণ।
ভারত,ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইয়েমেন,সুদান,লেবানন,বাংলাদেশ এবং মিশর এই নয়টি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি এবং তাদের জীবন ধারা বিশ্বের দরবারে তুলে ধরেন আর তাদের এই জমপেশ আয়োজন দেখতে আসেন বিশ্বের সব দেশেরই অধিবাসী।
সবচেয়ে বাঁধভাঙ্গা দর্শকের ঢেউ লাগে বাংলাদেশের অনুষ্ঠানে নগর বাউল খ্যাত গ্লোবাল রক সুপার স্টার গুরু জেমসের পারফরম্যান্স দিয়ে।
এক সময় বলিউড কাপানো এই সুপার স্টার দেশের জন্য বলিউডের ক্যারিয়ার ছেড়েদেন এযেন তারই ত্যাগের প্রতিফলন।সৌদিতে বসবাসরত ৩২ লক্ষেরও অধিক মানুষ দলমত নির্বিশেষে তাঁকে ভালোবাসা জানান। এক চতুর্থাংশ দর্শক এন্ট্রি নিতে না পারলেও জেমসের প্রতি তাদের কোন আক্ষেপ ছিলোনা আর গুরুও তাদের আবার দেখা হবে বলে বিদায় নেন।
মিনিস্ট্রি অফ মিডিয়া আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তার কোন কমতি ছিলোনা তারপরও দর্শকদের ধারণ ক্ষমতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের হিমশিম খেতে হয়েছে।
পাশাপাশি  আরো একঝাঁক বাংলাদেশীয় শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন সহ নাচে গানে মাতিয়ে তুলেন দর্শকদের যাদের মধ্যে হাবীব ওয়াহিদ,পড়শী তার ব্যান্ড বর্ণমালা, আরমান আলিফ,বিউটি,সজিবদাস,মেরিন মেরী,ডিজে সনিকা ও ডিজে গোমস, সৌদি প্রবাসী শিল্পী ইমরান,সৌদি প্রবাস বাউল ব্যান্ড এবং রিয়াদের প্রাণের ব্যান্ড “প্রবাসবাংলা”ব্যান্ডদল ।
পাশাপাশি বাংলাদেশের চিরাচরিত সংস্কৃতি তুলে ধরতে মাঠে বিচরণ করানো হয় প্যারড, যাতে প্রবাসী বাংলাদেশ থিয়েটার ক্লাব সহ প্রবাসীরা গ্রাম বাংলার বিভিন্ন সাজ নিয়ে উপস্থিত হন।

শুধু সংস্কৃতিই তুলে ধরা নয় এখানে বাংলাদেশী প্রবাসীদের জীবনের গল্পও তুলে ধরার জন্য বিশিষ্ট আলোচিত সোসিয়াল মাধ্যমে সারা জাগানো ব্যাক্তিদের দাওয়াত করে আনাহয় তাতে আমাদের বিবাড়ীয়ার গর্ব জহির সরকার এবং জেদ্দায় বসবাসরত সাইলেন্ট সী খ্যাত আয়েশাও আমন্ত্রিত ছিলেন।
সৌদী সরকার কর্তৃক প্রবাসী সাংবাদিকদের পাশাপাশী বাংলাদেশ থেকেও সংবাদকর্মী এবং সোসিয়াল এক্টিভিস্ট দের এখানে নিয়ে আসেন যার মধ্যে তাবীব মাহমুদ এবং আরো কন্টেন্ট ক্রিয়েটররাও ছিলেন।

আল-আমীন বিন নান্নুমিয়া নবীনগর তিতাস টিভি
রিয়াদ,সৌদিআরব।

Thanks for watching

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন