ডেস্ক নিউজ;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সরকারি জায়গায় অবৈধ দোকান নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগে বাজার কমিটির বিরুদ্ধে ােভ প্রকাশ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। জানা যায়, বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান রবিউল আওয়াল রবি ও সাধারণ সম্পাদক কুদ্দুছ মিয়া প্রায় শতাধিক দোকান নির্মাণের অনুমতি ও প্রশাসনসহ নেতাদের ম্যানেজ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
সম্প্রতি জেলা প্রশাসক উচ্ছেদ অভিযান চালিয়ে ওই সরকারি জায়গায় নির্মিত অবৈধ দোকানগুলো ভেঙে দেন। যারা দোকান নির্মাণে প্রশাসন ম্যানেজ করার জন্য টাকা দিয়েছিলেন, তারা এখন নিজেদের প্রাপ্য টাকা ফেরতের দাবীতে ফুসে উঠেছেন। গত শুক্রবার বাজার কমিটি মাইকিং করে ঘোষণা করে যে, ১৮ই আগষ্ট রবিবার টাকা ফেরত দেওয়া হবে।
এরই পেেিত রবিবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ীরা মোবারক প্লাজা সংলগ্ন সাবেক ইউপি সদস্য আব্দুল বাতেন মেম্বারের দোকানে এসে টাকা ফেরতের জন্য উপস্থিত হন। উপস্থিত ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজার কমিটি তাদেরকে কম টাকা ফেরত দিতে চেষ্টা করছে। এ নিয়ে তারা প্রতিবাদ শুরু করলে কমিটির প থেকে আব্দুল বাতেন মেম্বার নিশ্চিত করেন যে, আগামী শুক্রবার সকাল ৯ টায় সকল ব্যবসায়ীদের টাকা ফেরত দেওয়া হবে।
ব্যবসায়ী ফিরোজা বেগম বলেন, “আমি একটি দোকানের জন্য ৭ লাখ টাকা দিয়েছি, কিন্তু এখনও দোকান বুঝিয়ে দেয়া হয়নি। চেয়ারম্যানের ভাই বাশার আমার দোকান জোর করে দখল করেছে।”
অন্য এক ব্যবসায়ী ছালাম চৌধুরী জানান, দোকান নির্মাণের অনুমতি নিতে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে বাজার কমিটি।
এছাড়া মো. দিদার মিয়া বলেন, “বাজার কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। তারা প্রত্যেক দোকান থেকে টাকা নিয়েছে এবং আমাদের কোনো কিছু জানানো হয়নি। আমরা আমাদের টাকা ফেরত চাই।”
তবে এ বিষয়ে বাঙ্গরা বাজার কমিটির কোন নেতৃবৃন্দ উপস্থিত না থাকায় তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।
Thanks for watching