ডেস্ক নিউজ;
অবশেষে দোকান মালিক ও ব্যবসায়ীদের তোপের মুখে দোকান বরাদ্দের নাম করে বিভিন্ন তালবাহানায় হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দিতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজার পরিচালনা কমিটি। শুক্রবার সকালে বাঙ্গরা বাজারে লিষ্টকৃত ১০৪ জনের মধ্যে ৫৯ জন দোকান মালিককে তাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ বাজার পরিচালনা কমিটির প থেকে আব্দুল বাতেন মেম্বার বুঝিয়ে দেন এবং বাকী থাকা দোকান মালিক ও ব্যবসায়ীদেরও দ্রæত টাকা ফেরত দিবেন বলে তিনি আশ্বস্ত করেন। নিজেদের অর্থ ফেরত পেয়ে বেশ উচ্ছাসিত ছিলো দোকান মালিক ও ব্যবসায়ীরা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ফোরকানুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজনু সরকার ও শামীম মিয়া, সাবেক ইউপি সদস্য সোলেমান মিয়া, শহীদ মিয়া, মোশারফ হোসেনসহ আরো অনেকে। তবে এসময় বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির কোন নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
এসময় কয়েকজন ব্যবসায়ীরা ােভ প্রকাশ করে বলেন, সরকার পতনের আগে বাজার কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না। তারা প্রত্যেক দোকানদারদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দোকান ভাঙ্গার ব্যাপারে আমাদের কোনো কিছু জানান নি। তারা আরো জানান, এ কমিটি বিগত দিনে বাজারের কোন উন্নয়ন তো করেনি বরং বাজারটাকে বিভিন্নভাবে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে।
এব্যাপারে রাজনীতিবিদ ফোরকানুল ইসলাম সকল দোকান মালিক ও ব্যবসায়ীদের ধৈর্য্য ধরার আহবান জানান এবং তাদের সকল টাকা ফেরতের ব্যাপারে তারা সর্বাত্বক সহযোগীতা করবেন বলেও জানান।
এসময় বাঙ্গরা বাজার কমিটির কোন নেতৃবৃন্দ উপস্থিত না থাকায় তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাঙ্গরা বাজার পরিচালনা কমিটি দোকান নির্মাণের অনুমতি ও প্রশাসনসহ নেতাদের ম্যানেজ করার জন্য স্থানীয় প্রায় শতাধিক ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি জেলা প্রশাসক উচ্ছেদ অভিযান চালিয়ে ওই সরকারি জায়গায় নির্মিত অবৈধ দোকানগুলো ভেঙে দেন। এর ফলে দোকান নির্মাণের জন্য অনুমতি ও ম্যানেজ করার জন্য বাজার কমিটিকে যে টাকা দিয়েছিলেন, তারা নিজেদের প্রাপ্য টাকা ফেরতের দাবীতে ফুসে উঠেছিলেন।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।
Thanks for watching