3.8 C
New York
Thursday, December 12, 2024
spot_img

মুরাদনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক এমপি কায়কোবাদের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত ***

ডেস্ক নিউজ;

কুমিল্লার মুরাদনগরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং মুরাদনগর আসনের সাবেক সাংসদ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকবপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোসনাবাদ গ্রামের সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মোঃ আলমগীর হোসেন এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

বিএনপি নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম সরকার।

আকবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফ খানের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক ও শিল্পপতি মোঃ সোহেল সামাদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য নাছির উদ্দিন নয়ন, বিএনপি নেতা মোঃ মোর্শেদ আলম ভূঁইয়া, মোঃ আব্দুস সাত্তার, সালাহ উদ্দিন খান মেম্বার, মিজানুর রহমান কানু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক মোল্লা, আকবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মুন্না সরকার, যুবদল নেতা মোঃ আলম, শাহ আলম, মোঃ সেলিম চৌধুরী, মোঃ আউয়াল, মোঃ জসিম, মোঃ নাছির। এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ বাচ্চু মিয়া, আবু মুছা, বিডিয়ার সদস্য মিটল, শিশু মুহুরি, মোঃ মফিজ, সাধন মিয়া, মামুন সাকিল, কামরুল হাসান, মোঃ সাইফুল, বিল্লাল হোসেন, মোঃ সফিক, সেলিম মিয়া, মোঃ আবুল, মোঃ ফাহিম এবং হোসনাবাদ গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মুরাদনগর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সুস্থ্যতা কামনায় মিলাদ শেষে দোয়া মোনাজাত করা হয়।

নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন