ডেস্ক নিউজ;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র বাঙ্গরা বাজারের নিউওয়ে ওয়ালী আহাম্মদ চেয়ারম্যান প্লাজার ১ম তালায় তোফা ফ্যাশান হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তোফা ফ্যাশান হাউজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ জিয়াউল হক আশেকী।
এসময় উপস্থিত ছিলেন তোফা ফ্যাশান হাউজের স্বত্তাধিকারী আরিফুল ইসলাম তুহিন ও মোঃ সোহেল রানা, নিউওয়ে ওয়ালী আহাম্মদ চেয়ারম্যান প্লাজার নবগঠিত কমিটির সভাপতি ডাক্তার মোঃ ইউনুছ মিয়া, সহ-সভাপতি দেলোয়ার মাস্টার ও মোঃ সুমন মিয়া, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন সরকার, ক্যাশিয়ার শাহিন মোল্লা, ব্যবসায়ী বাছির সরকার, আব্দুল ওয়াদুদ সওদাগর, মোঃ শুক্কুর আলী, গোলাম মোস্তফা, ফারুক আহমেদ সহ আরো অনেকে।
জানা যায়, তোফা ফ্যাশান হাউজের সকল পণ্য অনলাইনে ‘ফাশ আউট তিহান’ নামে ফেইসবুক পেইজ থেকে অথবা ০১৯-৬২৩৯১৬০৯ ও ০১৮৩৭৪২৭৪১৪ নাম্বারে কল করেও নির্দিষ্ট পণ্য অর্ডার করলে হোম ডেলিভারীর সুবিধা পাওয়া যাবে।
এব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে থাকা মোঃ নাঈম ইসলাম বলেন, যুগের সাথে তাল মিলিয়ে এবং আধুনিক স্মার্ট জেনারেশনের কথা চিন্তা করে আমাদের শো-রুমে বিভিন্ন ব্রান্ডের উন্নত মানের সকল প্রকার পাঞ্জাবি, ফুল শার্ট, হাফ শার্ট, পলো টি শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ট্রাউজার, বেøজার সহ সব ধরনের আধুনিক ও উন্নত মানের পোষাক সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হবে। তিনি আরো বলেন, প্রতিনিয়ত আমাদের শো-রুমে নিত্য নতুন ফ্যাশান ও ডিজাইনের নতুন নতুন সামগ্রী সংযোজিত হবে। গুণগত মানের দিক দিয়ে বাজারে বিদ্যমান অন্যান্য ব্র্যান্ডের চেয়ে আমাদের শো-রুমের সকল পোষাক মানে ভালো, দামে কম ও টেকসই হবে ইনশাল্লাহ্। এজন্য তিনি সকল ক্রেতাদের তাদের তোফা ফ্যাশান হাউজ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।