2.2 C
New York
Thursday, December 12, 2024
spot_img

বিশাল শো ডাউন দিয়ে রাজপথে নাজমুল হোসেন তাপসের অনুসারিরা ***

ডেস্ক নিউজ; (তথ্য ও ছবি সংগ্রহে- সাংবাদিক মো. শাহনূর খাঁন আলমগীর)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার (১৬/১১২০২৪) বিকালে ২০১৯ সালে ধানের শীষ থেকে মনোনয়ন পাওয়া কাজী নাজমুল হোসেন তাপস -এর অনুসারিরা তাদের পূর্ব নির্ধারিত জনসভাটি নবীনগর বড় বাজার থেকে সরিয়ে নবীনগর সমবায় মার্কেটের সম্মুখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। যা কর্মীদের উচ্ছ্বাস ও আবেগে জনসমুদ্রে পরিনত হয়েছিল। এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাইদ (কমিশনার)। সঞ্চালনায় ছিলেন যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মুকুল।
জনসভায় বক্তব্য রাখেন রাখেন, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড: আনিসুল রহমান মঞ্হজু, সাবেক পৌর মেয়র মাইন উদ্দিন মাইনু প্রমুখ।
বক্তারা বলেন, পকেট কমিটি যেখানেই মিটিং করবে সেখানেই প্রতিবাদ করা হবে। প্রধান অতিথি শফিকুল ইসলাম বলেন, পকেট কমিটির মাধ্যমে নবীনগর বিএনপির রাজনীতি চলতে পারে না। তাপসের নেতৃত্বে প্রতিহত করা হবে এই পকেট কমিটিকে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড: আনিছুর রহমান মঞ্জু বলেন, এমন পকেট কমিটি দিয়ে বিএনপির রাজনীতি চলতে পারে না। এই কমিটিকে নবীনগরের রাজনীতি থেকে অবাঞ্ছিত করা হবে।
সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু বলেন, তাপসকে দিয়েই চলবে আগামীদিনের নবীনগরে বিএনপির রাজনীতি।
Thanks of All…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন