3.8 C
New York
Thursday, December 12, 2024
spot_img

বাংলাদেশের বন্যার্তদের পাশে প্রবাসী ব্যান্ড দল “প্রবাস বাংলা”, কনসার্টের আয়ের একটি অংশ দেয়া হবে বন্যাকবলিত অসহায় মানুষদের ***

রিয়াদ সৌদিআরব থেকে আল-আমীন বিন নান্নু মিয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত….

স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রা‏হ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে আছে। ইতিমধ্যে সারাদেশ থেকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। বন্যাকবলিত অসহায় মানুষজনদের সহযোগিতায় এবার এগিয়ে এসেছে প্রবাস বাংলা নামে প্রবাসী ব্যান্ড দল। সৌদী আরবের রিয়াদে অনুষ্ঠিত একটি কনসার্টে প্রবাসবাংলা ব্যান্ডের প্রধান ভোকালিস্ট ইমরান জানান, কনসার্টের আয়ের একটি অংশ বাংলাদেশের বন্যাকবলিত অসহায় মানুষদের সহযোগিতায় ব্যায় করা হবে। এসময় অনুষ্ঠানে যোগ দেয়া কুমিল্লা, ফেনী, নোয়াখালীর এবং ব্রা‏হ্মণবাড়িয়ার লোকজনের মুখে তাদের এলাকার বর্তমান অবস্থা জানতে চেয়ে তাদেরকে মঞ্চে আহ্বান জানান এবং সবাইকে দেশের এই ক্রান্তিলগ্নে সহযোগিতার হাত বাড়াতে দেশের প্রবাসীদের হাত বাড়াতে উদাত্ত আহ্বান জানান তিনি। শনিবার রাতে সৌদি আরবের রিয়াদের সিফা সানাইয়াতে সন্ডল মেলায় অনুষ্ঠিত কনসার্টে জেদ্দা থেকে আগত জনপ্রিয় শিল্পী আকিলা হাসানের মনমাতানো গান এবং প্রবাসবাংলা ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা এবং ভারতীয় ডান্সদল পোলস্টারের নৃত্য সবমিলিয়ে মেলা প্রাঙ্গণ ছিলো উৎসব মুখর। সৌদি আরবের সনামধন্য উপস্থাপিকা সুমাইয়া সুমির উপস্থাপনায় হাজারো দর্শকদের উপস্থিতিতে বাংলা কনসার্ট সঙ্গিত নাইট হয়ে উঠে প্রানবন্ত। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কবি মসি সিরাজ এর সহধর্মিণীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাসান উদ্দিন, শাহরিয়ার সিফাত ও সাদ্দাত হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সাংবাদিকের শুভেচ্ছা জানানো হয়।

Thanks for watching

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন