ডেস্ক নিউজ;
জ্ঞানার্জনের জন্য বই আর বইয়ের জন্য লাইব্রেরি। লাইব্রেরি একটি জ্ঞানের সমুদ্র। লাইব্রেরি ছাড়া নিজেকে এবং দেশ ও জগতকে আলোকিত করা অসম্ভব। তেমনি একটি সমৃদ্ধ স্মার্ট লাইব্রেরি শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উক্ত স্মার্ট লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিার্থীদের নিয়ে গঠিত সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও এল জি ইলেকট্রনিক্স বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এই স্মার্ট লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এল জি -এর এম্বাসেডর মো: শাহাবুদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এল জি ইলেকট্রনিক্সের হেড অফ কর্পোরেট ব্রান্ডিং হাসান মাহমুদুল পারভেজ। সাংবাদিক প্রদীপ আশ্চার্যের সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক বিমল কান্তি গুহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি কামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর, সিনিয়র শিক্ষক মোঃ মোতালেব, দেলোয়ার হোসেন, মিনুয়ারা বেগম, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য টিটন চন্দ্র পালসহ আরো অনেকে। এছাড়াও রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি, আমেরিকায় অবস্থানরত মোঃ আব্দুল মোতালিবের লিখিত বক্তব্য পাঠ করে শোনান উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক প্রদীপ আচার্য। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আলোচক, প্রাক্তন শিক্ষক বিমল কান্তি গুহের রেকর্ডকৃত বক্তব্যটি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপিত হয়। বক্তারা এল জি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে লাইব্রেরীটি বাস্তবায়নে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি, একজন আলোকিত মানুষ গড়তে একটি পূর্ণাঙ্গ লাইব্রেরীর প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদ আলোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতির হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন এলজি এম্বাসেডর মো: শাহাবুদ্দিন।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। Thanks for watching