সৌদী আরব থেকে আল-আমীন বিন নান্নু মিয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত…
প্রবাসী বাংলাদেশীদের মনোরঞ্জন দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে সায়মন তালুকদার এবং মোঃ এনাম ভূঁইয়ার একান্ত প্রচেষ্টায় “মিলান” নামক ইস্তারহায় এক বিশাল জমকালো সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে বন্ধুমহল।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত শিল্পীদের সূর মুর্ছণায় মাতাল হয়ে উঠেন দর্শকরা। রকস্টার খ্যাত বাংলার তরুন আইকনিক গায়ক ঝিলিক বাবুর প্রাণবন্ত পরিবেশনায় পুরো হলরুমে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। তিনি রকিং পপ সব ধারার গান পরিবেশন করেন।
এছাড়াও নুসরাত জাহান জুঁইয়ের মৌলিক এবং একক পরিবেশনার মাধ্যমে উৎসুক শ্রোতা দর্শক সঙ্গীতের এক অন্য জগতে প্রবেশ করেন।
একজন লালন প্রিয়সী হয়েও রকিং স্টাইলে দর্শকদের কিভাবে পাগল করে তোলা যায় তার জলন্ত প্রমাণ ছিলেন সাদিয়া আফরা। এই শিল্পী লালনের পাশাপাশি হিন্দি গানেও দর্শকদের নাচিয়ে তোলেন।
রিয়াদ এবং দাম্মামের যৌথ শিল্পী এবং কলাকুশলীদের এমন সঙ্গীত উপস্থাপন এর আগে কেউ শোনেনি কিংবা দেখেনি, যার মধ্যে রিয়াদ থেকে আগত প্রবাস বাংলাব্যান্ডের ইউসূফ এবং বাপ্পি প্রধান দুই গিটারিস্ট সহ দাম্মামের প্রবাসী স্থানীয় শিল্পী সুজনের অনবদ্য পারফরম্যান্স ছিলো প্রাণবন্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়মন তালুকদার এবং সার্বিক সহযোগিতায় মোঃ এনাম ভূঁইয়া।
Thanks for watching…