গ্লোবাল হারমনি শ্লোগানে আয়োজিত রিয়াদ সিজনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ এবং তাদের সংস্কৃতি এবং ভাতৃত্বের বন্ধন বিশ্ব দরবারে তুলে ধরতে মিনিস্ট্রি অফ মিডিয়া আয়োজন করছে সঙ্গীত সন্ধ্যা। বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত সব শিল্পী ও খেলোয়াড়দের পরিবেশনার মাধ্যমে সকল প্রবাসীদের মনোরঞ্জন করতে কোন রকম কমতি রাখেননি সৌদি সরকারের মিডিয়া অফ মিনিস্ট্রি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লেবানন, মিশর এবং আরো অন্যান্য দেশের অংশ গ্রহণে এবার সৌদি আরবের রিয়াদ সিজন হয়ে উঠছে সর্বকালের সেরা বিনোদন অনুষ্ঠান। আগামী ২০ – ২৩ নভেম্বর হবে বাংলাদেশী সপ্তাহ। বাংলাদেশ থেকে আসবেন জেমস, পড়শী, মেরীন মেরী এবং বিউটি খানসহ আরো অনেকে আর তাদের সাথে যোগ দিবেন সৌদী প্রবাসীদের প্রিয়ব্যান্ড “প্রবাসবাংলা”।
বিস্তারিত জানাচ্ছেন আল-আমিন বিন নান্নু মিয়া… Thanks for watching