5.9 C
New York
Wednesday, March 26, 2025
spot_img

শিক্ষকের লাঞ্ছিতের ঘটনায় মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান, প্রয়োজনে কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারি ***

ডেস্ক নিউজ;

অন্তর্বর্তীকালিন সরকারের প্রজ্ঞাপনকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাসহ সারা দেশে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য শিক্ষকগণকে লাঞ্ছিতসহ জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করার প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি নবীনগর উপজেলা মাধ্যমিক শাখার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বল প্রয়োগ করে পদত্যাগ ও বিদ্যালয়ে আসতে বাধা সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ, শিক্ষা ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তাদের কর্মস্থলে ফিরে আসা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উস্কানিদাতাদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এ সকল ঘটনা চলমান থাকলে, সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে, শিক্ষকরা কর্মবিরতিতে যাওযারও ঘোষণা দেয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কাউছার বেগম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, অন্যায় ভাবে শিক্ষকদের লাঞ্ছিত করে জোর পূর্বক পদত্যাগে বাধ্য করা কাম্য নয়। কোন শিক্ষকের অন্যায় থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে পারে। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, আমির ফয়সাল, আহাম্মদ আলী, হোসাইন কবির, জাহাঙ্গীর আলম, শাহজাহান কবির, অধ্যক্ষ গোলাম সাদেক, আব্দুল কাদির, সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমতিয়াজ বেগ ইমন সিনিয়র শিক্ষক পার্থ পালসহ আরো অনেকে। স্মারকলিপি গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামিম বলেন, সারা দেশের ন্যায় নবীনগরেও এমন কিছু ঘটনা ঘটেছে, এতে শিক্ষকদের মাঝে আতংক ছড়িয়েছে। জোর করে কিছু করা যাবে না সরকারের নির্দেশনা রয়েছে।

নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। Thanks for watching

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন