6.5 C
New York
Wednesday, March 26, 2025
spot_img

নবীনগরে গণ অধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত ***

মো. আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া);

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ রেজিস্ট্রেশন ও ট্রাক প্রতীকে নিবন্ধন পাওয়ায় এবং সাংগঠনিক কাঠামো বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনদপুর ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাঙ্গরা রমজান মোল্লা মসজিদ মাঠ প্রাঙ্গণে বৈরী আবহাওয়ার মধ্যেও এই সভা অনুষ্ঠিত হয়। গণ অধিকার, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদ জিনদপুর ইউনিয়ন শাখার আয়োজনে এই কর্মি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক রাজিউর রহমান তানভীর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মাসুম আহমেদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি, নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সাদেক আহমেদ আকাশ, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শেখ হায়দার আলী সুমন, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য মাহমুদুল হক পাপ্পু, উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান রাছেল, মো. বাবুল মিয়া, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাকিম আহামেদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মুফতী আনিছুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে নবীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিতে চান। তারা ইতিমধ্যে নবীনগর উপজেলায় গণ অধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের উপজেলা ও পৌর কমিটি ও বেশ কয়েকটি ইউনিয়ন গঠন শেষ করেছেন, অতি দ্রুত অবশিষ্ট ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের ল্েয সমাজের গ্রহণযোগ্য ভালো মানুষদেরকে সম্পৃক্ত করতে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান ।

Thanks for watching

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন