ডেস্ক নিউজ:
২০১২ সালের ফেব্রুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং চৌধুরীপাড়ার ভক্ত রঞ্জন থেকে ১২ শতাংশ জমি ক্রয় করেছিলেন উপজেলা সেচ্চাসেবক দলের বর্তমান আহবায়ক। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার মতায় আসার পর স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় মানিকের ছেলে লোকনাথ নামের এক ব্যক্তি তাঁর ক্রয়কৃত জমি দখল করে নেন, এমন অভিযোগ করেন ফারুক আহামেদ। ফারুক আহামেদ আরো বলেন, “এক সময় পরিবার থেকেও দূরে সরে যেতে বাধ্য হয়েছি। বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমাকে বিভিন্ন স্থানে পলাতক থাকতে হয়েছে। সেই মুহূর্তে আমার প্রকৃত সম্পত্তি দখল করে নিয়ে নেয়া হয়েছে। — নবীনগর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার জসিম উদ্দিন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, হরমুজ সরদার এবং মুনাব্বর চৌধুরী বলেন, ফারুক বিএনপি করায় তাঁর জীবনের সবচেয়ে বড় অপরাধ হিসেবে ১৫ বছর এলাকা ছাড়া থাকতে হয়েছে। তবুও তিনি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে গেছেন। — জমি দখলের বিষয়ে দখলদার লোকনাথ বলেন, আমি দখল করিনি এটা আমার বাবার সম্পত্তি। এ বিষয়ে নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, জমি সংক্রান্ত কোনো আইনি সহায়তা তারা এই মুহূর্তে দিতে পারবে না।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। Thanks for watching