ডেস্ক নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোম্পানীগঞ্জ টু নবীনগর সড়কের বাঙ্গরা বাজারে রাস্তার পশ্চিম পাশে নতুন রুপে যাত্রা শুরু করলো বিসমিল্লাহ্ চাপ ঘর। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিসমিল্লাহ্ চাপ ঘরের উদ্বোধন করা হয়। যুগের সাথে তাল মিলিয়ে বিসমিল্লাহ্ চাপ ঘরকে নান্দনিক রূপে সাজিয়েছেন কর্তৃপ। জানা যায়, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১ টা পর্যন্ত চাপ পাওয়া যাবে এখানে। প্রকৃতির মনোরম পরিবেশের মাঝে নির্মিত হওয়ায় বিসমিল্লাহ্ চাপ ঘর ভোজন রসিকদের নজর ও মন দুটোই কেড়েছে। বিসমিল্লাহ্ চাপ ঘরের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন বলেন, অভিজ্ঞ বাবুর্চি দ্বারা তিনি নতুন রূপে চাপঘরটির যাত্রা শুরু করেছেন। উদ্বোধন উপল্েয ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি চাপের সাথে ভোজন রসিকদের একটি ২৫০ মিলি কোমল পানীয় ফ্রী প্রদান করা হবে। তিনি বিসমিল্লাহ্ চাপ ঘরে ভোজন রসিকদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি যেকোন পার্টির জন্য চাপ অগ্রিম বুকিং করতে ০১৬১০১০৪৩৯৫ নাম্বারে যোগাযোগ করার আহŸান জানান।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।