-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

ভারতে হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ***

ডেস্ক নিউজ:

ভারতের রামগিরি ও বিজিপির নীতেশ নারায়ণ ইসলাম ধর্ম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননা ও কটুক্তি করার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গুলশানে মিলাদে মোস্তফা সাল্লালাহি ওয়া সাল্লাম সংগঠনের উদ্যোগে মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া মুসল্লীদের হাতে প্রতিবাদ মূলক বিভিন্ন পোস্টার, প্লে­কার্ড দেখা যায়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা পীরজাদা জহুরুল আলম চিশতী ও হযরত খাজা শাহ মাওলানা মো. নূরে আলম চিশতী তানভীর পীর সাহেব, দাতা সদস্য ডক্টর এম সামসুজ্জামান, সংগঠনের সভাপতি হযরত খাজা শাহ মাওলানা মো: রাশেদুল ইসলাম চিশতী, সহ-সভাপতি মাওলানা মো: আব্দুল হাই, মাওলানা মো: শাহ্ আলম, হযরত মাওলানা কাজী লুৎফুল বারী, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মো: আবু ইউসুফ ও মো: নিজামুল ইসলাম হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো: কামরুল হাসান, ১নং সদস্য মো: চঞ্চল রায়হান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা মো: বিল্লাল হোসেন, মো: জীবন ভুইয়া, হাজী মো: আবুল কাশেম, হাজী মো: আবদুল করিম, মো: সাব মিয়া, মো: আবুল হায়ের, মো: নান্নু মিয়া, মো: তফাজ্জল হোসেন, মো: আবুল কালাম সহ আরো অনেকে। এসময় বক্তাগণ বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) কে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রæত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই। তারা আরো বলেন, রাসুল (সা.) পৃথিবীর কোটি কোটি মুসলিমের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র। তাঁর অবমাননায় আমরা ব্যথিত হই। তাই যতবারই আল্লাহর রাসুলকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হবে আমরা এর প্রতিবাদ জানাবো। মানববন্ধন শেষে উপস্থিত মুসল্লীরা একটি বিােভ মিছিল নিয়ে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের বেশ কিছু অংশ প্রদণি করে, পরে পীর কাশিমপুর রাইসাতুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে বিােভ মিছিলটি শেষ হয়। বিােভ মিছিলটিতে ¯েøাগানে ¯েøাগানে ইসলাম ধর্ম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননা ও কটুক্তির প্রতিবাদ জানানো হয়। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনাসহ ইসলাম ধর্ম ও প্রিয় নবীকে কটুক্তি কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। Thanks for watching

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন