ডেস্ক নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাজী নাজমুল হোসেন তাপসের আগমন উপলে রছুল্লাবাদ ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতৃস্থানীয় ব্যাক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং রছুল্লাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি এম আবুল হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এড. আনিসুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেত্রী সালেহা বেগম, সাবেক পৌর মেয়র মো: মাইনুদ্দীন মাইনু, উপজেলা বিএনপি নেতা হাজী সাহাবুদ্দিন, ইকবাল হোসেন রাজু, মফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল হক, পৌর যুবদলের সভাপতি আলী আজ্জম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক গোলাম মাওলা ভুইয়া, রছুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমূল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: মনির হোসেন, যুবদল সভাপতি এম আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিক, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সফিক, যুবদল নেতা শাহ আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আপেল মাহমুদ, ছাত্রদল নেতা মাসুদ রানা, মনির হোসেন, বাবুল দাস, শাহাদুল মিয়া, তামিম, নাজমুল রাব্বি, সানজিদ আহমেদ ইমরান সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে দেশ, জাতী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আতœার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মিলাদ শেষে দোয়া মোনাজাত করা হয়।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস তিতাস টিভি। Thanks for watching