ডেস্ক নিউজ:
দীর্ঘদিন ধরে অল্প জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসকাবের কার্যক্রম চললেও রবিবার থেকে নতুন রূপে, নতুন আঙ্গিকে বড় জাগয়া জুড়ে প্রেসকাবের সকল কার্যক্রম স্ব-মহিমায় চলবে। কেননা রবিবার প্রেসকাবের সম্প্রসারিত রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। প্রধান অতিথির বক্তব্যে তানভীর ফরহাদ শামীম বলেন, “আমি যখন প্রথম প্রেসকাবে আসি তখন কার্যালয়টি ছোট পরিসরে ছিল। সেই থেকে চেষ্টা ছিল প্রেসকাবটি সম্প্রসারণের। সেটি আজ সফল হয়েছে। বর্তমানে অপ-সাংবাদিকতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে মূল ধারার সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সভাপতি জাবেদ রহিম বিজন। তিনি জানান, নবীনগর প্রেসকাব আরো বড় পরিসরে হওয়া উচিত ছিল। নিজস্ব একটি কমপ্লেক্স থাকার কথা ছিল। আমি আশা করব ভবিষ্যতে নবীনগর প্রেসকাবের নিজস্ব একটি ভবন হবে। প্রেসকাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্ত্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাবের প্রতিষ্ঠাকালিন সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন ও সভাপতি জালাল উদ্দিন মনিরসহ অন্যান্যরা।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। Thanks for watching