18.2 C
New York
Saturday, November 2, 2024
spot_img

আলমনগর ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ***

ডেস্ক নিউজ (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে আলমনগর ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর এলাকার আলমনগর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা ও সমাজ সেবক ওমর ফারুক। সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুমিনুল হক মুমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী শান্তি। এছাড়াও উপস্থিত ছিলেন আলমনগর দঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রাশিদা বেগম, নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন পুতুল, মোঃ নাসির উদ্দিন, সংঘঠনের সদস্য হৃদয়, তোফাজ্জল, মুহিম, মুন্না, রাকিব, আশরাফুল, বাপ্পী, রিদ, তুহিন, জুনাইদ, আকিব, তরিকুল, নাহিদ, জাফর, আলাল, সবুজ, ফয়সাল, ফাহিম, রোহানসহ আরো অনেকে। সংগঠনের প্রতিষ্ঠাতা শাহীন আহমেদ বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠনটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চাই আমি। সংগঠনের উপদেষ্টা শরিফুল ইসলাম মুঠোফোনে জানান, আমি তোমাদের পাশে আছি। সংগঠনের আরও একজন উপদেষ্টা আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেন ভিডিও কলের মাধ্যমে সংগঠনের সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের পাশে থাকবো সবসময়, তোমরা এগিয়ে যাও। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো নবীনগর সেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশন।

নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন