6.5 C
New York
Wednesday, March 26, 2025
spot_img

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ***

সৌদি আরব থেকে আল-আমিন বিন নান্নু মিয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত:

সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় স্যাটেলাইট টেলিভিশন, প্রিন্ট, অনলাইন টিভি ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দূতাবাস কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রাকিবউল্যা এর সভাপতিত্বে প্রেস দ্বিতীয় সচিব মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কার্যালয়ের প্রধান মোঃ বেলাল হোসেন। দীর্ঘ দিন পরে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রিয়াদের বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম কর্মীদের মতামতের ভিত্তিতে এবং প্রস্তাবনার উপরে বিস্তারিত মতামত ব্যক্ত করেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রাকিব উল্যা। তিনি গণমাধ্যম কর্মীদের বলেন বর্তমানে বাংলাদেশের ঢাকা আগারগাঁও থেকে রিয়াদ ও জেদ্দার প্রায় ৮৮০০০ পাসপোর্ট প্রিন্ট না হওয়ায় প্রবাসে পাসপোর্টগুলো আসছে না, সে বিষয়ে আমাদের পাসপোর্ট অধিদপ্তরের ডিজির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে, আশা করি এ বিষয়ে একটি সমাধান আসবে, সেজন্য সবাইকে অপো করতে হবে, যদি কারো পাসপোর্ট এর কারণে আকামার মেয়াদ শেষ হয়ে আসে তাহলে তাদের পাসপোর্ট এর এক বছর মেয়াদ বাড়ানোর আহ্বান জানান। দূতাবাসের যে কোন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সম্মানের সঙ্গে বসার স্থানসহ সকল ধরনের ব্যবস্থা থাকবে বলে তিনি আশ্বস্থ করেন এবং প্রেস সচিবকেও এ ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এন টিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, প্রধান উপদেষ্টা এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রধান সমন্বয়ক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক ও বর্ণ অনলাইন ডট টিভির পরিচালক ফকির আল আমিন। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও যমুনা টিভি রিয়াদ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন দিদার, সাধারণ সম্পাদক ও আর টিভি রিয়াদ প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন লিটন সহ স্যাটেলাইট টিভি চ্যানেল, জাতীয় প্রিন্ট, অনলাইন ডট টিভি, অনলাইন ভার্সন পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রয়াত একুশে টেলিভিশনের প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম, চ্যানেল আই এর ক্যামেরা পার্সন মোঃ হানিফ ও একাত্তর টিভির রিয়াদ প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Thanks for watching

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন