জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৯ ফেব্রুয়ারী ২০২৩
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ও জঙ্গীবাদসহ আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ পুলিশের।
কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো যদি আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করে তাহলে তা মোকাবেলা করার সামর্থ্য পুলিশের রয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
এছাড়াও ব্রাহ্মণবাড়ীয়ার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন সহ পুলিশের পদস্থ কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।