18.2 C
New York
Saturday, November 2, 2024
spot_img

নবীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে চালের মিল ও গুদামঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি ***

মো. খলিলুর রহমান:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং পুরাতন বাজারের একতা অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চালের মিল ও গুদামঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ মিল মালিক আলমগীর মিয়া। সোমবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটে। দেড় ঘন্টার ব্যবধানে মুহুর্তেই ছাই হয়ে যায় গুদামঘরসহ মিলের সব আসবাবপত্র। আগুনে গুদামঘরে থাকা প্রায় ৩০০ বস্তা ধান ও ৫০ বস্তা চাউল, ৫০ বস্তা কুঁড়া পুড়ে যায়। রাতেই নবীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যদর্শী ও মিল শ্রমিকদের কয়েকজন জানান, ফায়ারসার্ভিস কর্মীরা সময়মত না এলে আশপাশের বহু দোকান তিগ্রস্থ হতো। এই ঘটনায় মিল মালিকের পাশাপাশি অনিশ্চয়তা দেখা দিয়েছে ২০ শ্রমিকের পরিবারেও। খবর পেয়ে নবীনগর পৌরসভার মেয়র অ্যাড. শিব শংকর দাস ঘটনাস্থালে ছুটে যান। মর্মান্তিক এমন অগ্নিকান্ডে বাকরুদ্ধ স্থানীয়রা। সোহাতা গ্রামের বাসিন্দা মিল মালিক আলমগীর মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, তির পরিমাণ এতো বেশি যে আমার জীবনের সব আশা ভরসা শেষ হয়ে গেছে। পৌর মেয়র অ্যাড.শিব শংকর দাস জানান, ঘটনাটি দুঃখজনক। আলমগীর মিয়াকে তার মনোবল শক্ত রেখে এই পরিস্থিতি সামাল দেয়ার পরামর্শ দেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন