ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে নতুন সড়ক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে বাঙ্গরা শাহী ঈদগাহ মাঠ থেকে মেরকুটা দারুল আমিন শাহী ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় ৭শ ফুট লম্বা ও ১০ ফুট প্রশস্ত নবনির্মিত এই দুই ঈদগাহ’র সংযোগ রাস্তাটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ একরামুল সিদ্দিক।
সমাজ সেবক মাজহারুল হক চঞ্চল সরকার ও সংগঠনের সেচ্ছাসেবক সুহেল তানভীরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল রবি, সংগঠনের প্রধান সেচ্ছাসেবক ইমতিয়াজ বেগ ইমন, নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেইসবুক গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হক, ঢাকাস্থ জিনদপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি জিএম শোকরিয়া, জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের উপদেস্টা মোঃ এখলাছ মিয়া, মোঃ কামরুল হাসান ও সফিকুল ইসলাম গেনু, সহ সভাপতি আবু হাসানাত রনি ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোশারফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল হক দুলাল, যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও রায়হান উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক শামীম ইবনে জব্বার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবু কাউছার ও আবু তালেব, একাউন্ট হোল্ডার কামরুজ্জামান, ইকবাল হোসেন ও আইনুল হোসেন চৌধুরি, লাউর ফতেহপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আশিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছার।এসময় উপস্থিত সকলে জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের সকল মানবিক, সামাজিক ও উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এমন কর্মকান্ড অব্যাহত রাখতে সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানান।
সংগঠনের নেতৃবৃন্দরা জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদ সড়কটি নির্মাণ করতে যারা জমি দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তারা বলেন, সমাজের দরিদ্র, অসহায় এবং উন্নয়নমূলক কাজ করার উদ্দেশ্য নিয়েই তারা জিনদপুর ইউনিয়নের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত করেছেন। নানা প্রতিকুলতা জয় করে তারা ইতিপূর্বে নিজেদের সাধ্যমতো কাজ করেছেন। ভবিষ্যতেও যাতে এমনভাবে কাজ করতে পারেন এজন্য সবার সহযোগীতা সহ সকল প্রবাসীদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা। উল্লেখ্য, জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের নিজস্ব অর্থায়নে উক্ত রাস্তাটি নির্মাণ করায় স্থানীয় সুধীসমাজ ও সংগঠনের সকলের সর্বসম্মতিক্রমে ‘জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদ সড়ক’ নামে রাস্তাটির নামকরণ করা হয়।দেশের দূর্যোক কালীন অর্থাৎ করোনা কালীন সময়ে প্রতিষ্টিত সংগঠনটি প্রতিষ্ঠা হবার পর থেকে, জিনোদপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রয়েছেন।সংগঠনের সকল সদস্য প্রবাসে থাকা সত্যেও প্রতিনিয়ত এলাকাবাসীর কল্যানে কাজ করে যাচ্ছেন।